শুক্রবার, ২৭ মার্চ, ২০১৫

পাওয়ার বাটন দিয়ে অ্যানড্রয়েড সেটে কল কাটার টিপস।

আসসালামুআলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভাল আছেন।আজ আমি আপনাদের শিখাব এন্ড্রয়েড এর পাওয়ার বাটন দিয়ে কিভাবে কল কাটা যায়।টিপসটা ছোট হলেও আশা করি অনেকের কাজে আসবে।আমাদের মাঝে মাঝে বাসে  কিংবা ভিড়ের মধ্যে অনেক সময় কল আসে।এমন পরিস্থিতিতে অনেক সময় ফোন বের করা সম্ভব হয় না।কিন্তু অনবরত ফোন বাজতে থাকাটাও শোভন নয়।এমন পরিস্থিতিতে পাওয়ার বাটন চেপে কল কাটা সুবিধাজনক।তাহলে চলুন শুরু করি কিভাবে তা চালু করব। ১)প্রথমে মোবাইলের সেটিং অপশনে যান।

২)তারপর Accessibility তে প্রবেশ করতে হবে।

৩)Accessibility তে গিয়ে Answering/ending calls এ যান।

৪)কাজ প্রায় শেষ এখন দেখেন লেখা আছে The power key ends calls এখানে গিয়ে টিক চিহ্ন দিন ব্যাস হয়ে গেলে Power বাটন দিয়ে কল কাটার সুযোগ।


সংগ্রহঃকালের কন্ঠ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন